ভয়স্ক ভাতা সমাজসেবা অফিসের একটি গুরত্বপুর্ন পদক্ষেপ কারণ গ্রামের অসহায় বৃদ্ধ মানুষের কাছে এটা বিশাল পাওয়া।গ্রামের অনেক বৃদ্ধ বাবা মা আছে যে ছেলে-মেয়ে থাকতেও না খেয়ে বা অনাহারে অনাদরে দিন কাটাতে হয় আর সমাজ সেবা অফিস সেই সব মানুষের কথা বিবেচনা করে এ কার্যক্রম চালু করেছে।কারণ এ থেকে যা আসে তা দিয়ে কিছুটা হলেও উপকারে আসে অসহায় মানুষদের।
তাই এরই ধারাবাহিকতায় সমাজ সেবা অফিস চান্দাইেকানা ইউনিয়নের প্রায় ১২২৫জন অসহায় বৃদ্ধ বাবা মাকে ভয়স্ক ভাতা প্রাদান করে থাকে।
চান্দাইেকানা ইউনিয়নে ১২২৫জন ভয়স্ক ভাতা কার্ডধারী আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস