অত্র বিদ্যালয়টি তৎকালীন পাবনা জেলার এবং বগুড়া জেলার সীমান্তে বতমানে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ঢাকা দিনাজপুর মহাসরকের পাশে ফুলজোড় নদীর তীরে চান্দাইকোনা ইউনিয়ানের চান্দাকোনা গ্রামে চান্দাইকোনা উচ্চ ইংরেজি বিদ্যালয় নামে স্থানিয় জমিদার বাবু কৃষ্ণ চন্দ্র দও চৌধুরির বদান্যতায় এলাকার আপামর জন সাধারনের একান্তিক প্রচেষ্টায় ১৯২১ সালের ৩ জানুয়ারী প্রতিষ্ঠিত হয়। যাহা কলিকাতা বিশ্বাবিদ্যালয় কতৃক ২৫ নভেম্বর ১৯২২ সালে ১ম স্বীকৃতি প্রাপ্ত হইয়া সময়ের পরিক্রমার বিদ্যালয়টি চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয় নামে পরিচালিত হইয়া আসিতেছে।
নিম্নোক্ত মহৎ ব্যক্তিবগ ১ম ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন
ক্রমিক নং | নাম |
|
|
১। | মরহুম মাওলানা বকস সরকার |
|
|
২। | স্বগীয় কৃষ্ণ চন্দ্র দও চৌধুরী |
|
|
৩। |
|
|
|
৪। |
|
|
|
৫। |
|
|
|
৬। |
|
|
|
৭। |
|
|
|
৮। |
|
|
|
৯। |
|
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস